মালয়েশিয়ায় তিন বাংলাদেশির অসাধারণ অর্জন: পেলেন 'টপ ফিফটি' এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড

মালয়েশিয়ায় তিনজন বাংলাদেশি 'টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড' গ্রহণ করছেন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে তিন বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হচ্ছে

মালয়েশিয়ায় বসবাসরত তিন গর্বিত বাংলাদেশি পেয়েছেন 'টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫'। তাদের পেশাগত দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
৫ এপ্রিল, শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের ‘মাই টাওয়ার হোটেল’-এর বলরুমে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেয় আয়োজক এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

🇧🇩 যাঁরা পেলেন স্বীকৃতি:

🧪 গবেষণা ও উদ্ভাবনে শ্রেষ্ঠত্ব: ড. এ. কে. এম. আহসানুল হক

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মার্কেটিংয়ের অধ্যাপক ড. হক পেয়েছেন Excellence in Research and Innovation Award
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন করেন। তাঁর গবেষণা সংক্রান্ত কাজের সংখ্যা ৩৫০টিরও বেশি এবং তিনি বহু আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডে যুক্ত।

👨‍🏫 একাডেমিক শ্রেষ্ঠত্ব: ড. মো. নাজমুল হাসান মাজিজ

পেরদানা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিন-এর সহযোগী অধ্যাপক ও ডেপুটি ডিন ড. নাজমুল পেয়েছেন Outstanding Academician Award
মালয়েশিয়ায় ২০ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসম্পন্ন ড. নাজমুল মেডিকেল ও পাবলিক হেলথ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি শিক্ষা নীতি, কারিকুলাম উন্নয়ন, এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

📰 সাংবাদিকতায় বিশেষ অবদান: আহমাদুল কবির

দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির পেয়েছেন Excellence in Journalism Award
সুনামগঞ্জের সন্তান আহমাদুল ১৯৯১ সালে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রবাসীদের কল্যাণে সক্রিয় এবং বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

🌏 ১১ দেশের প্রতিনিধিদের সম্মাননা

এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও ১১টি দেশের প্রতিনিধিদেরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক উন্নয়নের মতো নানা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এসব পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্লোবাল টাইমস বাংলার শর্তাবলী মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url